জানো স্বর্গের পারিজাত সুবাসের মতো
তুমি মিশে আছো অলৌকিক আনন্দের অসীম রন্ধ্রে রন্ধ্রে —
প্রতি বিন্দু বিন্দু সিন্ধুতে আমার চেতনার
যখন তুমি অবনমিত করো তোমার ঐ আঁখিপাত  
সৌন্দর্য অবনমিত হয় —
একদিন ঘন প্রণয় সৌরভে গাঢ় সন্ধাবেলা
মত্ত পৃথিবী আমার তোমার দেহের ওম নিতে —
চিরদিনের মতো শুষে নিতে বুকেরই ভিতরে
হাসের পালকের মত তোমার নির্জনে যেন জ্বলে
তুমি- আমি কামনার আগুন
বিধ্বস্ত বনাঞ্চল
আমার আগুন বাগান শুষে নিচ্ছে
বাগানেরও ক্ষিদে মিটছে
কোথায় দূর তারকার আলো খেয়ে খেয়ে
সমর্পণের সমান্তরালে সমর্পিত হয়ে
হয়তো আদিম আনন্দে মেতে উঠবো
কিংবা বিজন বনে ঘুরে বেড়াবো.
কোনটা চাও তুমি ?
আরব বেদুইন হয়ে সাহারার কোনো তপ্ত বালিয়ারির নির্জনতম স্থানে
একটি আদিম জনমানবহীন গভীর প্রশান্তির নীড়?
তুমি আর আমি মিলন সন্ধাবেলা
চারটি হাতে একটি প্রদীপ জ্বালিয়ে
নিয়তির মত ভাসিয়ে দিতাম
আমাদের চেতনার জলে?
কিংবা স্বর্গলোকের পাতালপুরে
বিহঙ্গ হয়ে বানাতে নীড়?
কোনটি চাও তুমি...