একটি মেয়ে!
যার কথা ভাষায় বর্ননা করা যায় না.
কাজল কালো দিঘল খোলা চুল,
বাতাসের ঝাপটায় বার বার তার
চিবুক স্পর্শ করে সে এলো চুল;
ইচ্ছে করে!
ইচ্ছে করে আলতো করে হাত দিয়ে স্পর্শ করি...
একটি মেয়ে!
যার হরিণ টানা চোখ;যার
আপলক দৃষ্টি কেবলই
কাছে ডাকে.
একটি মেয়ে!
যার দুধেআলতা গায়ের রং!
যার অবুঝ মায়াবী মুখ;যারে
দেখলে মনে লাগে কেবলই সুখ.
একটি মেয়ে!
মিষ্টি যার হাসি.
যার হাঁসিতে হাজারো কমল
বনে পদ্ম ফোঁটে;যার মুখের কথা
যেন রবীঠাকুরের গীতাঞ্জলী.
একটি মেয়ে!
যার অবাধ্যতা,চাঞ্চল্য কেবলই কাছে টানে.
আজ কেবল "তাহারেই পরে মনে"