মৌচাকে ঢিল মারা নিষেধ জেনেও
দুষ্ট ছেলেরা উত্যক্ত করত
ঢিল ছুড়ে-ছুড়ে সেই মেয়েটিকে,
সুপ্ত শিহরণে শিহরিত হতে-হতে
একদিন নদীর মত বয়ে চলল-
প্রণয়স্বপ্নে বিভোর হয়ে একদিন
নারী হয়ে উঠল সেই মেয়েটি।
তারপর... খুলে ফেলল (হৃদয়ের) অন্তর্বাস
উজার করে বিলিয়ে দিল নিজেকে
সেদিন আর একটুও নিষেধ করেনি
এই রানী মৌমাছি তার জমানো চাকে
ঢিল ছুড়তে, চাক ভাঙ্গতে।
অতঃপর.. মেয়েটি এতক্ষনে-
তার ভূল বুঝতে পারল
এ কোন প্রণয়স্বপ্নে বিভোর হয়ে
সবটুকু যাকে দিয়েছি সেতো এক ধূর্ত শকুন
ধূর্ততার সাথে নিত্য নতুন হরন
আর নারী হয়ে ওঠা মেয়েদের মাংস ছিড়ে খেয়ে
আনন্দে দিন কাটায়,
...আর স্বপ্নে বিভোর মেয়েটির-
প্রণয়স্বপ্ন রুপ নেয় মহাপ্রলয়ের
পাহাড়সম স্বপ্ন উড়ে ধুনিত তুলা হয়ে
আর নারী হয়ে ওঠা রক্তমাখা মেয়েটি
লাশ হয়ে তাকিয়ে থাকে আকাশের পানে!