শত কষ্ট, বাধা আর বিপত্তি পেরিয়েও
আমাকে এনে দাও অমৃত সুধা
দুর হয়ে যায় ক্লান্তি, জীবনের অবসাদ
ফিরে পাই নতুন কর্মচঞ্চলতা, একটি নতুন দিন
তবে তুমি কি পেলে হে নারী, হে মানবী!
আমার আশার সঞ্চার জাগে তব পানে চাহি
কি দেব তোমাকে আমি
তুমিই তো আমাকে  দিলে সব,
তুমি নির্ভর আমি- হ্যাঁ এই আমি
তুমি বয়ে চলো বহতা নদীর মতো
উর্বরতা ছড়াও সংসারের প্রতিটি কোণে
আর আমি বাঁচতে শিখেছি তোমার মাঝে
আমাকে বাঁচাও আরো পাপ আর দুঃস্বপ্ন থেকে
আমাকে বাঁচাও, চোখ বন্ধ কর, হাত দু'টো ধর।।