দু'টি প্রাণ এক হয়ে বেঁচে থাকার অমলিন এক কবিতা
আর কবিতার প্রাণ ছন্দ, মনের রঙে রাঙ্গানো জীবন আর স্বপ্ন
সবই এক হয়ে যায় কবিতা তোমার ছোঁয়ায়
আমার আজো কফির চুমুকে পূর্ণতা পায়না
তুমি চুমুক না দিলে, ভাঙ্গে না আমার ঘুম
আজো তুমি না ভাঙালে, হৃদয় চিনে নিয়েছে হৃদয়কে
আর আত্মা তার পরমাত্মীয় আত্মাকে
হাজার বছরের ঘুম আমার চোখে তাই ক্লান্ত আমি
চলো ঘুমিয়ে পড়ি, হ্যাঁ ঘুম এই চোখে চলো-
ঘুমিয়ে পড়ি, ক্লান্ত দূর হবে
তারাদের মাঝে স্বপ্ন বুনি
চলো আঁধারের রাজ্যে, ঘুম পাড়ানী মাসীর দেশে।