ভাগ‌্যের নির্মম চাকায় পিষ্ঠ হয়েও
ক্ষনে ক্ষনে বদলাই, স্বপ্ন দেখি
প্রতিটি মুহুর্ত ছন্দ ভরা কবিতা
আর কাব্য নিয়ে বেঁচে থাকার প্রচেষ্টা
হেরে গেলে নিজেক দুষী
অপবাদ দেই- হায়রে কবি!
আত্মবিশ্বাসে বলীয়ান ছিলে না তুমি
অথবা অভাব ছিল তোমার আত্মবিশ্বাসে
ছিচড়ে যাওয়া চামড়ার ঘা-
শুকোতে না শুকোতেই আবারো নেমে পরি
আট-ঘাট বেধে, শক্ত করে
মাগো! তোমাকে বলেছিলাম-
সোনার হরিণ এনে দেব বলে
নাহ! পারিনি মাগো, আমায় ক্ষমে দিও
স্বপ্ন আজ বিধাতার হাতেও নেই
চলে গেছে একদল পুঁজিবাদীদের হাতে
যোগ্যতার মাপকাঠিতে কিচ্ছু হবে না
ওরা যদি সার্টিফাই না করে।