ছন্দের দোলায় দোল খেতে খেতে
কিংবা ছন্দের সীমানা ছাড়িয়ে
একটি বিপ্লবী চেতনাই দোল খায়
বারবার- আর একটি বিপ্লব দেখব আমরা
একটি কর্মময় আর গতিশীল বিপ্লব
জীবনযুদ্ধে হেরে গিয়েও বাঁচতে শেখার বিপ্লব
যেখানে থাকবে না কোন বৈষম্য
ঘুষ, দুর্নীতি, বাটপারী আর হতাশা
আবারো জেগে ওঠো হে আশাহত তরুন
প্রয়োজেন ধার নেব আরব্য ঋতুর বসন্ত
তবুও বিপ্লব চাই, কর্মসংস্থানের বিপ্লব
একটি বিপ্লবী কোটার আবেদনকারী আমরা
বিপ্লব তোমায় এনে দেবই বাংলা মা
তোমার বুকে ঠাঁই দেবে না সেইসব বদনসিবদের
যারা দেশ প্রেমিক সেজে ধ্বংস করে তরুনদের
আশায় বুক বাধা যুবককে করে আশাহত
না আর নয়, মাগো তুমি আমাদের সাথে তো?
তুমি দেখবে বিপ্লব- হতাশার মেঘ কেটে যাবে
আসবে নতুন আলো, একটি নবীন কর্ম জগৎ
একটি নতুন দেশ, একটি নতুন তুমি।