ক'টা ছন্দ চাই একটি কবিতা লিখব
একটি প্রেমের কবিতা
একটি অমর কবিতা
একটি দেশ, মাটি আর মানুষের কবিতা।


হে বন্ধুবর! আজ না হয় দিয়ে যাও
ধার হিসেবে, কাল নাহয় নিয়ে নেবে
সেই ধার দেওয়া পোয়েটিক ডিকশনগুলি
তবু চল গাথিঁ একটি সাম‌্যের কবিতা।


একটি দেশ, কাল আর পাত্রের কবিতা
কর্মসংস্থান আর জীবন  যুদ্ধের কবিতা
যেখানে থাকবে না রুপকথার গল্পকথা
থাকবে শুধু বাস্তবতা আর বাস্তবতা।


একটি উচ্ছাসিত তারুন্যের কবিতা
একটি অগ্রযাত্রা আর দিনবদলের কবিতা
ভালাবাসা আর ভাল থাকার কবিতা
একটি আনন্দঘন মুহুর্তের কবিতা।


যেখানে থাকবে না বেকারত্বের হতাশা
না জীবনের প্রতি তিক্ততা
একটি অমর কবিতা একটি দশের কবিতা
কর্মময় আর আনন্দঘন মুহুর্তের কবিতা।


হাতে হাত রেখে চলার কবিতা
একটি বেকারত্বের অভিশাপ মুক্ত কবিতা
একটি তারুন্য আর উষ্ঞ প্রাণের কবিতা
একটি অমর কবিতার কবিতা।।