নাহ ! আজ আর নয়
কাল লিখব বলে ভেবেছি
কিন্তুু এ কোন অজানা ব্যাথা
জ্বালিয়ে মারছে আমায়


না লিখে আর পারিনি তোমাকে
প্রিয় কথা, চলতে থাক অবিরত
কি লিখব তোমায়
রুবাইয়াৎ আহমেদের অনুদিত কবিতা?


ওটাতো বিদেশী কবিতা
কেন তুমি শুনেত চাও
কেন শুনতে চেয়েছিলে তুমি আমার মুখে
আমি তো এখন আর আবৃতি করি না!


কথা! আজ তোমাকে লিখে পাঠালাম
লিখব না কোনদিনো আর
শুনেত চেয়োনা আমায়
‍''কাহলিলের'' কবিতা খানি।।


     (-:প্রিয়তমা:-)
''প্রিয়তমা- তোমার স্তনযুগল আর
নাক জুড়ে আমার ভালবাসা
তোমার ভৃত্য আমি
মানি সব কথা ও  আমার জান
দয়া করে সকালের চা
শব্দ তুলে তুমি করোনাকো পান
ক্যালিফোর্নিয়া থেকে"