ভাগ্যের নির্মম চাকায় পিষ্ট হয়ে
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আজ
এই গায়ের করিম চাচা
সকলের প্রিয় এই মানুষটি


আজ তাঁর স্তব্ধ অণ্ধ সময়
বিকল কন্ঠস্বর, কাশির শব্দ
অস্থিরতায় ভরপুর একদা তাগড়া
এই মানুষটির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ


আজ আর নবান্নের সময়
তার কন্ঠে শুনতে পাই না
এই মোয়া নিবি মোয়া
ধানের বদলে মোয়া


ছেলেপুলের দল
ছুটে যেত ভো- দৌড়ে
লাইন ধরে অদল বদল
নবান্নের ধানের বদলে মোয়া


ধানের মৌ মৌ গন্ধ
আর করিম চাচার
নবান্নের অফারে
পুরো গায়ে আনন্দ উপচে পড়ত


না! আজ আর নেই
সেই নবান্নের আনন্দ
নেই করিম চাচার সেই বজ্র কন্ঠ
'' এই মোয়া নেবে মোয়া"


করিম চাচা
তুমি ভাল হয়ে উঠ
আবার আনন্দের বন্যা বইয়ে দা ে
তোমার নবান্ন অফারে।