মনে কেনো বিষন্নতা, ঘন কালো মেঘের মতো,
উঁকি দেয় স্মৃতির তোলে হারিয়ে যাওয়া পুরোনো ক্ষত।
মনে করি পুরোনো অতীত, চেয়ে থাকি আপন পানে,
তিক্ত সেই প্রতিটা স্মৃতি পুনরায় আঘাত হানে।
হাজারো ব্যথার মাঝে তবু যেনো কথার অভাব,
নিজেকে মানিয়ে নিয়ে, চুপ থাকাটা আমার স্বভাব।
আকাশ যেনো মনের ভিতর করে হাহাকার,
আমার হয়ে সমাজপাতে বজ্রঘাতে দেয় হুঙ্কার!
ঝরে যেনো অশ্রুধারা বৃষ্টি হয়ে আকাশ হতে,
যাক, ভেসে যাক দুঃখ যতো, বারির স্রোতে।