পুরনো দেয়ালে ভৌতিক সব ছায়া
চলাফেরা করে পাতার আন্দোলনে,
মধ্যরাতের নিঝুম ক্লান্ত এ কায়া
কম্পিত হয় জোনাকির আগমনে।


শহরতলির নির্জন পথে পথে
ফুরিয়েছে সব; যা কিছু চলমান;
ধূলির মতোই মূল্যহীন জগতে
পেয়েছে সকল বিশ্রান্তি পরিত্রান।


তার ইতিহাস আঁধারে রয়েছে লেখা
নৈঃশব্দ ভরা তার প্রশ্নের উত্তরে
ধ্রুবতারকার ক্ষীণ আলোকের রেখা
অভিন্ন করেছে ক্ষণিকের মৃত্যুরে।


তোমার জন্যে রয়েছে কেবল সময়
তারাদের আলো ফুরিয়ে যাবার আগে;
শমনীর সাথে দিবসের পরিণয়
দেখবে যখন দিনের প্রথম ভাগে।