বাংলা-কবিতা ডটকম সাইটে আমি প্রথম প্রবেশ করেছিলাম আরো কয়েক বছর আগে। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত একটা গুরুতর সমস্যা লক্ষ করে আসছি।
এই বিষয়ে আলোচনা করব করব ভেবেও হয়ে উঠছিল না। তবে বহুদিন কেটে গেলেও ভুলটি সংশোধন করা হয়নি দেখে আজ আর দেরি করলাম না।
সমস্যাটা হচ্ছে এই-যে, বাংলা-কবিতা ডটকম সাইটে খ্যাতিমান কবি কিংবা বিশিস্ট  কবি যা-ই বলি না কেন তাদের সংখ্যা অত্যন্ত কম। উদাহরণ হিসেবে বলা যায় যে, এই সাইটে ঢুকেই "খ্যাতিমান কবি" নামে মেনুতে যে লিঙ্কটি দেখা যায় তাতে গিয়ে মোট ১৩ জন কবির কবিতা পাওয়া যায়। নিশ্চিতভাবেই বলা যায় যে বাংলা সাহিত্যের বিশাল পরিমাণ কাব্যসম্পদের তুলনায় সংখ্যাটি হাস্যকর রকমের ছোট।
বাংলা কবিতার অন্যতম ভাল উত্স হয়েও এই সাইট কী করে মাত্র কয়েকজন কবির কবিতা আশ্রয় করে টিকে আছে সে কথা ভেবে আমি রীতিমত আতঙ্কিত হয়েছি। কিভাবে যে এই ওয়েবসাইটের প্রশাসক বাংলার অসংখ্য কবিকে ভুলে আছেন সে কথা কিছুতেই আমার বোধগম্য হয় না। এখানে কোন অনুবাদ কবিতাও নেই।
আর এখানে যে গুটিকয়েক কবির কবিতা পাওয়া যায় সেগুলোও বেশি নয়। বিশেষত সত্যেন্দ্রনাথ, ঈশ্বর গুপ্ত এবং যতীন্দ্রনাথের কবিতার সংখ্যা দেখে আমি প্রথমে হাসবো না কাদবো বুঝতে পারিনি।
আমার কাছে বিভিন্ন কবিদের কবিতার বিশাল ভান্ডার রয়েছে। তাই এডমিনের কাছে কাছে এই আবেদন থাকলো যে আপনি এই বিষয়টি ভেবে দেখলে বাংলা-কবিতা ডটকম সবার আরো বেশি উপকার করতে পারবে। বাংলা ভাষার আসল কবিদের বাদ দিয়ে শুধু কবিতার আসরের শখের কবিদের নিয়ে ব্যস্ত না রইবার জন্য অনুরোধ করি।


আপনাদের সুবিধার জন্য আমি নিচে কিছু লিঙ্ক দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ই-বুক ডাউনলোড করে সেখান থেকে এই সাইটে ব্যবহার করতে পারেন।


১। সত্যেন্দ্রনাথ দত্ত :
    1.https://archive.org/details/SatyendranathDutta
     এই লিঙ্কে পাবেন সত্যেন্দ্রনাথ দত্তের সকল কবিতা।


২। হুমায়ুন আজাদ :
1.http://www.amarboi.com/2016/04/kabbyasangraha
  -humayun-azad.html
    এই লিঙ্কে পাবেন হুমায়ুন আজাদের সকল কবিতা।


৩। শক্তি চট্টোপাধ্যায় :
  1.http://www.amarboi.com/2015/04/padyasamagra-
  by-shakti-chattopadhyaya.html
   এই লিঙ্কে পাবেন শক্তি চট্টোপাধ্যায়ের সকল কবিতা।


৪। সুনীল গঙ্গোপাধ্যায়
   1.http://www.amarboi.com/2015/03/kabita-
   samagra-sunil-gangopadhyay.html
    এই লিঙ্কে পাবেন শক্তি সুনীল গঙ্গোপাধ্যায়ের সকল কবিতা।


৫। সুধীন্দ্রনাথ দত্ত :
  1.http://www.amarboi.com/2012/11/sudhindranath-
   dutta-kabbo-songroho.html


আজ এই পর্যন্তই থাক। আপনার যদি অন্য যেকোনো কবির কবিতা দরকার হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি যতদূর সম্ভব সাহায্য করার চেষ্টা করব।