কেন হে বসুধা তুমি আনলে তাহারে এমন অপরূপে?
           তাহার ক্ষুদ্র কায়া তটিনীর মত
    নজরে আমার ঈর্ষা জাগে।
তুমি মর্মর পাতার শব্দ শুনেছ!
     শুনেছ পাখির কলতান,  আমি  
   শুনেছি তোমার নূপুর ধ্বনি হৃদয়  
          মাজারে বেজেছে গান।
তোমার পরিহিত শাড়ির আঁচল  
        খেলেছে উন্মাদ বায়ুর তরে,
   আমি দেখেছি তোমায় আলতা  
        পায়ে গাঁয়ের সুরু আল বেঁয়ে।
তোমার গানের সুরে কোকিলকণ্ঠ হয়ে
  যায় স্তব্ধ,আমি নির্বাক হয়ে শুনিয়া
    থাকি! প্রকৃতি তোমারি কণ্ঠে আবদ্ধ।