আমরা সবাই, এই পৃথিবীর হরেক রকম ফুল।
কেউ মাধবী, কেউ শিউলি, কেউ বা বকুল।
হাসি -হেসে সুভাষ ছড়া ই।
কথার মাঝে, নেই ক ভড়াই। ভালোবেসে, মিলেমিশে,
মোরা সবে রই।
এই পৃথিবীর, সব কাননে
ফুটে আছি, আপন মনে।
হই -হই করি যে রই- রই! শিশুরা যে, শান্তি আনে।
নিষ্পাপ মোদের- জীবন মানে। তোমরাই বল!
তবে কেন?
ফিলিস্তিন এ মরছি আমরা!
কি কারণে?
মা মরেছে -বাবা মরেছে-
মরেছে আমার ভাই।
ফাতিমা ছিল, খেলার সাথী! আজ সেও যে আর নাই।
  হাসি- না ফুটে,
সুভাষ গেল যে লুটে।
তোমাদের পাপের, বিচার হবে! করবেন, মোদের মহান রবে! এটাই তো এখন চাই।।