জন্ম যদি হয় আবার,
জন্ম যেন হয় এ জন্মে,
জন্ম যেন আমার নন্দ বাউলের একতারায়,
ইন্দ্রাণী শুধু সাধসঙ্গিনী আমার।


এ জন্মে আমি ইন্দ্রাণীর আকাশ,
একটা বিদ্রোহী ছুটে যাওয়া মেঘ,
দ্বিধা নেই,ভালবাসা আছে-আছে শরীর ভালবাসায় ,
আর মন ছুঁয়ে যাওয়া গল্পের নতুন।


নেই বিষাদ চোখে,
ইন্দ্রানীর আমি,
ইন্দ্রাণী যে আমার ভালবাসার আবিষ্কার,
আমার একতারায় নতুন জীবনের স্বাদ।
একজীবনে অনেক জীবনের সুর।