শ্রমিকের মূল্য চাই  (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০১-০৫-২০২৩, সোমবার।

আমরা শ্রমিক শ্রম দিয়ে যাই ঘাম ঝরা এই গায়,
জবাব দেবে কে বলো তার মূল্য কেনো নাই??

নিপীড়নে বর্বরতার
অত্যাচারে নির্মমতার,,
সইবো কত যন্ত্রণা আর আমরা নিরুপায়।

আমরা শ্রমিক শ্রম দিয়ে যাই ঘাম ঝরা এই গায়,
জবাব দেবে কে বলো তার মূল্য কেনো নাই ??

আমাদেরও স্বপ্ন আছে
আছে বাঁচার আশ,
থাকবো কেনো ভীরু মনে
থাকবে কেনো ত্রাস??

অত্যাচারীর লাগাম ধরো
মজদুর সব যুদ্ধে লড়ো,,
চাই না বেশি ন্যায় অধিকার চাই মোরা চাই চাই।

আমরা শ্রমিক শ্রম দিয়ে যাই ঘাম ঝরা এই গায়,
জবাব দেবে কে বলো তার মূল্য কেনো নাই ??  

নয় বারো বা ঘন্টা ষোলো
আট ঘন্টা চাই কাজ,
বিশ্ব শ্রমিক জাগ্রত হও
লড়াই করো আজ।।

দিতে হলেও প্রাণটা দেবো
হক আমাদের ছিনিয়ে নেবো,,
নয় হেলা আর দিনমজুরির বিশ্বতে চাই ঠাঁই।

আমরা শ্রমিক শ্রম দিয়ে যাই ঘাম ঝরা এই গায়,
জবাব দেবে কে বলো তার মূল্য কেনো নাই ??  


বিশেষ দ্রষ্টব্যঃ আজ পহিলা মে।
মহান মে দিবসে সকল শ্রমিক ভাইদের উৎসর্গকৃত গীতি কবিতা "শ্রমিকের মূল্য চাই"।



মহান মে দিবসের সংক্ষিপ্ত ইতিহাসঃ
👇👇👇👇👇👇👇👇👇👇👇
"আজ আমাদের মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলন রত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।"