সাহিত্য মন্ত্রণালয় চাই
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৪-০৬-২০২৩ ইং

সবার আছে একটু হলেও
মাথা গুঁজার ঠাঁই,
বর্তমানের লেখক কবির
করুণ দশা ভাই!

নাইকো তাঁদের ঠায় ঠিকানা
নাই তো কোনো ঘর,
একটুখানি বাতাস হলেই
করে যে নড়বড়।

সবার আছে মূল্য তবে
লেখক কবির কই?
অসহায় আর গরিব যাঁরা
নাই শিরে হায় ছই!

আমাদের এই একটা দাবি
সব একতায় বল,
চলরে সবাই জোট বেঁধে চল
মন্ত্রণালয় চল।

সাহিত্যের এই মন্ত্রণালয়
চাই মোরা চাই চাই,
বাংলাদেশের কলম সৈনিক
আমরা যেনো পাই।