নুন আনতে পানতা ফুরায়
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ৩০-০১-২০২৪ ইং


বিচিত্র জীবনের এ কত হাহাকার!
কাঁদন হাসির খেলা আর অবিচার।
অবহেলা অপবাদ পায় দীন যারা,
থাকে না আপন কেহ অসহায় তারা।


সমাজে তেমন লোক দেখে না সবাই,
আনিতে যে নুন তার পানতা ফুরায়।
ঘর আছে চাল নাই ফুটো ফুটো টিন,
বৃষ্টির এ ধারাপাতে ভিজে রাত দিন।


রোদের খরায় পুড়ে হয় দেহ কালা,
রূপবান রূপবতী নাই সুখ মালা।
খাদ্যের অভাব গায়ে পিরানও ছেঁড়া,
শিয়াল কুকুর ঢুকে বিপদের ডেরা !


কখনো খাবার জোটে কভু অনাহার,
হাত পেতে ভিখ মাগে চায় সে আহার।
জ্ঞান ও বিবেক আছে তবু আলাভোলা,
রিক্ত হস্ত অপদস্ত পরমায়ু ঘোলা।


ছোট ছোট ছেলেমেয়ে খুপরি গুদাম,
নাই ঢাকা খালি গায় সবটা উদাম।
এইহালে কোনমতে রবের দয়ায়,
দিন ক্ষণ মাস কেটে বছর পোহায়।