নবীর প্রেমে মগ্ন মন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৮-০৯-২০২৩ ইং

মনের মাঝে প্রেম জেগেছে  
প্রেম জেগেছে মনে,  
একটা আশা করবো দেখা
নবী তোমার সনে।

মন জেনেছে খোঁজ পেয়েছে
মদিনাতেই থাকো,
উম্মতেরি জন্য তুমি
রব কাঁদিয়া ডাকো।

হায় অভাগা নাইকো টাকা
ক্যামনে যাবো সেথা?
তাইতো মনে একলা বনে
ভীষণ জ্বালা ব্যথা।

দয়াল নবী ধ্যানের ছবি
স্বপ্নে দিও দেখা,
কাণ্ডারী কে?  তুমিই যে সে
পাই যে ঘেঁটে ফেকা।

এক নজরে দাও না দেখা
এই আকুতি করি,
তোমার নামে প্রভাত সাঁঝে
দুরুদ খানা পড়ি।

তোমার প্রেমে মগ্ন থাকি
নয়ন মাঝে বারি,
তোমার নামে দুরুদ পড়ে
মরতে যেন পারি।