নারী মানে
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৮-০৩-২০২৪ ইং


নারী মানে নানি দাদি নারী মানে মা -- আ,
হয় না হয় না তাঁর কোনো তুলনা -- আ।
নারী মানে বোন আর নারী মানে কন্যা,
তিনি সংসারের হাল প্রতিবাদী সন্না।


এ জগতে যাহা কিছু তাঁর অবদান,
আসানেতে পরিবার দুখ অবসান।
তাঁর হাসি এনে দেয় পৃথিবীর জয়,
অনুপ্রেরণার দাত্রী পীড়া নিরাময়।


অবনী'র আলো তিনি শোভাদানকারী,
ফাগুনে রঙিন হয় এ দুনিয়াদারি।
দেখিলেই প্রিয় তাঁর হাসিমাখা মুখ,
যাতনা থাকে না আর বুক ভরা সুখ।


সসীম এ জীবনের অসীম অফুরান,
মা নারীর কারো সাথে হয় না সমান।
এ নারীর কারণেই বাগে ফোটে ফুল,
সাগরের মোহনায় খুঁজে পাই কূল।


প্রিয় নবী দেন মান এই ধরাধাম,
সবার উপরে তিনি মহীয়সী নাম।
মাতা ভক্তি সৌরশক্তি প্রভাতের রবি,
বিবিজান নভে চান আঁকি তাঁর ছবি।