খেলা থেকে প্রেম
মোঃ ইব্রাহিম হোসেন

ছোট্ট বেলা খেলাধুলা অস্তমিত রবি,
দুচোখের পাতে ভাসে সেই স্মৃতি ছবি।
দৌড়াদৌড়ি হাসাহাসি খেলা হলে শেষ,
সাঁঝের বেলাতে ফের ছোটখাটো রেষ।

কানামাছি হাডুডুর যত কলরব,
ডাঙগুলি লাফালাফি আরো কত সব!
দৌড়াদৌড়ি পিঠে পড়ে আঘাতের দাগ,
এত জোরে থাবা দিলে কেউ করে রাগ।

খেলিবো না তোর সাথে তুই বড় বদ,
লেগেছে গায়েতে মোর ব্যথা করে কদ।
আগামীতে জোট বেঁধে খেলিবো পুতুল,
নতুনে নতুন দল যমুনার কূল।

ছেলেমেয়ে একসাথে তুলিতাম ফুল,
পুষ্পমালা দিয়ে হত দুই কানে দুল।
ধুলোবালু দ্বারা গড়া খেলনার ঘর,
মিছামিছি বউ সাজা মিছামিছি বর।

মা ও বাবা দাদা-দাদি দেখিত যখন,
সকলের মন ডরে কাঁপিত তখন।
দুই হাতে খেলাঘর ভেঙে দিয়ে দৌড়,
লুকায় গোয়াল ঘরে ঠিক যেনো চৌর।

কী বলিবো সেই কথা সেই থেকে প্রেম,
হৃদে আঁকা দুজনার জোড়া ছবি ফ্রেম।
লাগিলো ভ্রমর হায় তার পিছে সেই,
নিয়ে গেলো বধূ করে আজ সেই নেই।

খেলা থেকে প্রেম হয় প্রেম থেকে জ্বালা,
সেই জ্বালা হয়ে গেলো এ গলের মালা।
আজো কাঁদে নিশিরাতে আঁখি তার তর,
ধড়ফড় করে বুক বেদনার ঝড়।