জীবন থেকে ঝরে গেলো!
মোঃ ইব্রাহিম হোসেন

জীবন থেকে ঝরে গেলো
একটি বছর আরো!
আর কতদিন বাঁচবে ভবে
বলতে কি কেউ পারো ?

হেলায় খেলায় কাটলো জীবন
এই অবনী 'পরে,
কিশোর থেকে যৌবন এলো
কাঁপলো না মন ডরে।

রঙ্গ লীলায় ভবের মেলায়
রঙ-তামাশা করো,
যাচ্ছে সময় পুণ্যেরই ক্ষণ
রবকে নাহি ডরো।

কখন জানি আসবে শমন
হুকুম হবে জারি!
হঠাৎ করেই যাবে চলে
ছাড়বে সাধের বাড়ি।

কেউ জানে না আল্লাহ ছাড়া
কার কতদিন আয়ু,
কী বা জবাব দেবে গোরে
বের হলে প্রাণ বায়ু ?