জাগো হে তরুণ - দুই
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০৫-২০২৩ ইং

বিভেদ ভাঙিয়া পাহাড় ডিঙিয়া
তুঙ্গে উঠোরে তরুণ,
ক্রোধের দাবাতে হিংস্র থাবাতে
সমাজে কাহিনী করুণ!

বাঁচার তাগিদে আকুতি নিবেদে
আঁখি নীর কত ক্ষরণ!
নাহি পায় ত্রাণ দেহ বলিদান
মাতা বোন নারী হরণ।

জুলুৃমের বাণে মরে দীন প্রাণে
হায় নিদারুণ হাভাত!
আর কতকাল করুণ এ হাল
দোষ বিনাদোষ আঘাত।

বাজিয়া ডঙ্কা দলিয়া শঙ্কা
আনিতে রাঙ্গা প্রভাত,
জাগো হে তরুণ! তোমরা অরুণ
ঘাত-প্রতিঘাত সঙ্ঘাত।

আসিবেই নীড়ে সুখ ধীরে ধীরে
ঘাঁটিতে শক্ত বুরুজ,
ঊর্ধ্বগগনে দীপ্ত ধমনে
উঠিবে রাঙ্গা সুরুজ।