স্বার্থপর ( গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন

দুনিয়াতে সবাই-ই তো স্বার্থপরই ভাই,
সকাল বেলার বন্ধুও যে সন্ধ্যা বেলায় নাই।।

সকল কাজে স্বার্থ খোঁজে
নিজের ষোলো আনাই বোঝে,,
সত্য কথা মিথ্যা তো নয় কোথায় বলো যাই?

দুনিয়াতে সবাই-ই তো স্বার্থপরই ভাই,
সকাল বেলার বন্ধুও যে সন্ধ্যা বেলায় নাই।।

বন্ধু সেজে কাছে আসে
বাড়ায় দুটি হাত,
স্বার্থ পূরণ হলেই তারা
ছাড়ে যে তার সাথ।।

দুদিন পরে শত্রু সাজে
ঝগড়া করে সকাল সাঁঝে,,
এমন বন্ধু জীবনে ভাই কখনও না চাই।

দুনিয়াতে সবাই-ই তো স্বার্থপরই ভাই,
সকাল বেলার বন্ধুও যে সন্ধ্যা বেলায় নাই।।