করোনা ভাইরাস  
ইব্রাহিম হোসেন  

ভয় করনা করোনাকে
ঐ বিধাতা ছাড়া ,
যাঁর করুণার ছায়াতলে
আমরা সবাই খাড়া ।

মনে প্রাণে তাঁকেই জপ
পাবে তুমি ছাড়া,
তাঁর ইশারায় সকল ব্যাধি
যাবে ভবে মারা ।

বিশ্ব ভূবন সৃষ্টকারী
মহান আল্লাহ তা'য়ালা ,
করোনার ভয়ে কেন আজ
প্রতিষ্ঠানে তালা ?

শক্ত কর ঈমান তোমার
আঁকড়ে ধর খোদা ,
শক্তিশালী ব্যাধি না বিধি ?
নিজে নিজেই সুধা ।

আমরা কেন বেহুঁশ হয়ে
থাকি ভবে ভয়ে ?
আল্লাহ যদি ইচ্ছা করেন
সবই যাবে সয়ে ।

একটা কথা মনে রেখ
বিশ্ববাসী ভূবন ,
পার পাবে না কভু তুমি
আসবে যখন মরণ ।

ভয় করিনা, ডর করিনা
আল্লাহ হৃদয় তটে ,
বিনাশ হবে নিপাত যাবে
যাবে করোনা পটে ।