বিহান রাতের প্রার্থনা
মোঃ ইব্রাহিম হোসেন


আজানের সুর শুনে ভোর রাতে জেগে ওঠে প্রাণ
সুরে সুরে ডাকে আয় নামাজের ক্ষণ বহে যায়,
গাছে গাছে পাখি ডাকে ইয়া রব আল্লাহ মহান!
নামাজের তরে ছুটে মুমিনেরা গুটিগুটি পায়।


রোজা ও নামাজে দেয় নরকের জ্বালা হতে ত্রাণ
ঈমানের যদি জোর থাকে তবে পরকালে মুক্তি,
দলে দলে ঐক্য গড়ো দ্বীন 'পরে রব জয়গান
জান্নাতে পাবে যে ঠাঁই মানিলেই কোরানের উক্তি ।


সৎ কাজে নাহি লাজ যদিও তা ক্ষুদ্র অতি খুব
ক্ষণিকের লোভে পড়ে চাই নাকো রত্ন সোনা দানা,
হোক ছোট জলাশয় অল্প জলে দিয়ে থাকি ডুব
লোভ-ক্রোধ মায়াজাল শত্রু সেজে দেয় পথে হানা।


জীবনের যত ভুল প্রার্থনাতে চেয়ে যাবো ক্ষমা
জানি না কখন মৃত্যু, হবে যে কখন আয়ু শেষ!
মহাপাপী ক্ষুদ্র বান্দা করেছি কতই পাপ জমা
রমাদ্বান অছিলায় মুছে যেন পাপ-কালি ক্লেশ।


শেষে এই ফরিয়াদ মহান রবের দ্বারে করি
মুক্তি পণে পরকালে অভাগায় দিও গো নাজাত,
পারাপারে হস্ত খালি এতিমের নাই কানাকড়ি
তোমার চরণ তলে অশ্রুজলে করি মোনাজাত।