বিখ্যাত কিংবা নেতা হতে আসিনি,
এসেছি অধিকার আদায়ের জন্য;
হতাশার অন্ধকূপের বন্দিশালা থেকে-
১৮ কোটি মানুষকে মুক্ত করতে।।


আমি এসেছি অন্যায়ের শ্বাসরোধ করে,
অন্যায়কারীকে বিচারের শূলবিদ্ধ করতে;
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা-
তথাকথিত জননেতার মুখোশ খুলে দিতে;
প্রচলিত নিয়মের বাঁধ ভেঙ্গে -
জীর্ণ সংস্কারগুলিকে ছেঁটে দিতে।।


ঘুমন্ত মানুষগুলোকে জাগিয়ে তুলে
বেঁচে থাকার স্বপ্ন দেখাতে আমার আগমন,
বাগানের ফুল গুলো ঝরে যাচ্ছে অকাতর
একটি ফুলও অপমানিত হবেনা আর-;
ফুলগুলোর সৌন্দর্য থাকবে অমলিন
ওরা ছুটবে, খেলবে, গাইবে চিরদিন ।।


পাখিগুলো নির্ভয়ে উড়ে যাবে নীলাকাশে,
পাহাড়ের ঝরনাধারা অবিরাম বয়ে যাবে,
কোকিলারা গলা ছেড়ে গাইবে প্রেমের গান
রাতগুলো নির্জনতা ছেড়ে হবে অনন্ত প্রেমময়।।


মানুষ আমি, হবে মানবতার জয়গান
দিনশেষে হয়ে যাবে শেষ, আছে যত শয়তান ;
মানুষ আমি,এসে পড়েছি, তাগুত সাবধান!