সোনালী কৈশোর


ছিল সে রাজা,
ছুটেছে সারাদিন, খেলেছে ডাংগুলি,
কেঁটেছে সাঁতার তিস্তানদীর পাড়ে।
গাছে উঠে আম, পাড়ে দমাদম
কে রুখতে পারে?


আপন রাজ্যে ছিল সে রাজা
বাকি সব যেন, ছিল তার প্রজা,
রাজার রাজ্যের রাজ্যেশ্বরী
ছিলনাতো কোন অপ্সরী।।


দিনমান শুধু দস্যিপনা, হুটোপুটি খেলা
রাজ্যপাটে ছিলনা কোন অবহেলা,
সে রাজ্যে বসেছিল তিন বেলা
নিষ্পাপ জনতার মিলন মেলা।।


রাজ্যে সবাই সুখেই ছিল
ছিলনাতো কোন কষ্ট,
উজির, নাজির সকলে ছিল
কেউ ছিলনা আড়ষ্ট।।


বাবার শাসন, মায়ের আদরে
হয়েছিল রাজা দুষ্টু!
সময়ের তালে হায়, দিন চলে যায়
রাজা এখন বয়সে পরিপুষ্ট।।


রাজার রাজ্য নেইতো খালি
রাজার ছেলেই রাজা,
রাজা-রানী, সভাষদ মিলি
সেঁজে আছে তাই প্রজা।।


যে সময় হায়, পার হয়ে যায়
সে আসে না আর ফিরে,
সোনালী কৈশোর স্মৃতি হয়ে রয়
বৃদ্ধ রাজার স্মৃতিনীড়ে।।