অনাহারে কাঁদছে মানুষ
কাঁদছে দুখিনী বাংলা  মা
বিশ্ববিধাতা হয়েছে বিমুখ
যেন দেখেও দেখে না!


একমুঠো খাবারে লেনদেন!
দারিদ্রের বিধাতার কাছে-
অনাহারক্লিষ্ট মায়ের অসহায় আত্মসমর্পণ!
আর কতকাল চলবে এই প্রহসন?


অন্ন নেই, বস্ত্র নেই, নেই স্বাধিকার-গনতন্ত্র
বাংলা মায়ের জীবনের সাথে চলছে ষড়যন্ত্র!
প্রতিদিন মরছে মানুষ, ভাসছে চোখের জলে
কতকাল আর পাষন্ডেরা যাবে নোংরা খেলে?
আর কতকাল চলবে এই নোংরা আক্রমণ?


প্রতিদিনই যাচ্ছি দেখে, নোংরামি খেলা
পাশ কাটিয়ে যাচ্ছি হেসে, করছি অবহেলা!
এভাবেই যাচ্ছে ভেসে
                           বাংলা মায়ের ভেলা
একদিন আসবে নিশ্চয়
                           সোনালি আলোর মেলা!!


জেগে ওঠার নাইকি সাহস!
কোথায় গেল বাঙালীর দু:সাহস?
কতকাল হবে মা'য়ের অসম্মান?
আর কতকাল চলবে প্রহসন?
আর কতকাল দেখবি মায়ের আত্মসমর্পণ?


১২-৮-১৭