দাদা,
আপাতদৃষ্টিতে তুমিই সঠিক
কেননা, আমার মত করে চিন্তা করবে
এমন লোকের সংখ্যা খুবই নগণ্য!
প্রকৃতপক্ষে
তোমরা বেশিরভাগই বেঁচে থাকার চাইতে
টিকে থাকতেই বেশি পছন্দ কর
যখন, বেশিরভাগেরই চাওয়াটা এমন
তখন আর কী!
সবকিছু ভেসে যাক খড়কুটোর মতন
কে লুটে খায়, খাক
যে ভোগে যায় যাক
এতে তোমাদের কিচ্ছুটি এসে যেতে নেই
যাকিছুই ঘটে যাক, কোনো আওয়াজ নয়
একেবারে চুপচাপ
দাঁতে দাঁত চেপে
সুবোধের মতো মাথা নেড়ে যাও;


মনে রেখো
যে কোনো প্রকারে
তোমায় টিকে থাকতেই হবে
আর তুমি টিকে থাকলে কী হবে?
জানো?


একদিন,
হুম, একদিন সবকিছুই বদলে যাবে
বদলে যাবে তোমার চারিপাশ
আর তোমার চিন্তারা!
সেইদিন
হুম দাদা, সেইদিন
তোমারও বাঁচতে ইচ্ছে করবে
ভীষণভাবে বাঁচতে ইচ্ছে করবে


প্রিয় দাদা,
আমি সেদিনটারই স্বপ্ন দেখি
তুমি বেঁচে থাকো অনন্তকাল। ❤️


  ______ দাদা
এগারো আট বাইশ