আমি কবি নই


কে বলেছে আমায় কবি?
আমি কবি নই;
দু-চার লাইন লিখে পদ্য,
কেমনে কবি হই!


লিখি নাই আমি কোনকিছুই
সব লিখিয়েছেন সাঁই,
লিখছি আমি সেসব কিছুই
যা দেখাচ্ছেন তাই।


রাজার ছেলে হবে রাজা
প্রজার ছেলে প্রজা
এই পৃথীবির নিয়মে
অংক বড়ই সোজা।


পিতা আমার মানুষ তাই
মানুষ হতেই চাই;
মানুষ হবার পাঠশালা
নিত্য খুঁজে বেড়াই।


মানুষ হোক না সাদাকালো
কোন ফারাক নাই,
খুঁজছি আমি মানুষরে ভাই
কোথাও মানুষ নাই।


মানুষ সেতো সৃষ্টির সেরা
মানুষ হবে শান্তির পায়রা,
এই মানুষ নয়ত মানুষ
সবাই দেখি রঙিন ফানুশ।


মানুষের মত দেখতে আমি
মানুষ কিন্তু নই,
মানুষ হবার পাঠশালা'টা
কোথায় খুঁজে পাই।


কে বলেছে আমায় কবি?
আমি কবি নই;
মানুষ হতে চাইছি আমি
মানুষ হতেই চাই।