আমি কালো দীঘি আমার বয়স
তিনশ পেড়িয়ে গেছে
শ্যাওলা পরা জলেতে অনেক
স্মৃতি আজও জমে আছে।
একদা হেথায় বাস করিত এক
জমিদার পরিবার
তাদের জলের পিয়াস মেটাতে
জন্ম যে হয়েছে আমার।
বিশাল জলের আধার ঘিরে
পায়ে হাটা মেঠুপথ
রাঙ্গাতে আলোর রোশনাই লয়ে
বুকে নাচে কঁচি রোদ।
যেতে যেতে পথে কেউ থামে দেখে
স্বচ্ছ জলের ঢেউ
মনের গহিনে ডুবে গিয়ে ঠাঁয়
চকিতে থামে যে কেউ।
কালো পাথরের অরূপ রপের
শাণ বাঁধানো ঘাট
পূর্ব রাঙ্গায়ে রবি জাগে দেখি
পশ্চিমে নামে পাট।