ঐ অলিন্দে যেন হেঁটেছিল তিন বীর !
এখন কী থাকে ! এখনো কি ফিস ফিসিয়ে ওঠে
তাদের পদধ্বনি ! সেখানে এখন আরশোলার বাস ।
বাদুড়ের উলট-পুরান । চামচিকের রাজত্ব ,
ছুঁচোর কেত্তনের করিডর ।


ঐ ঘাটে যেন ডিঙ্গি শুয়ে থাকতো রাতভর
ইন্দ্রকে কোলে নিয়ে । এখন সেখানে বটও নেই
ডিঙ্গিও নেই । পড়ে আছে শ্মশান-বান্ধবের উচ্ছিষ্ট বোতল
আর পোড়া চ্যালাকাঠ ।


ঐ বনের নাকি আখরায় লড়াই শেখাতো
ভবানী পাঠক ! সেখানে এখন পড়ে আছে
গা ছমছম বিপদ আর কিছু পোড়া ইট !


ঐ অলিন্দে যেন হেঁটেছিল তিন বীর !