শুকিয়ে মড়মড়ে কাঠ পেলে যে আগুন
বহুতল হয়ে উঠতে পারে
সে আর নেই
যখন জ্বলবার তখন জ্বলেছে দাউ দাউ
পাখনা পুড়িয়ে দিয়েছে
ভেতরপোড়া ছাই উড়িয়ে দিয়েছে
সুন্দরীর দেহে দেহে মিষ্টি ছোঁয়া ছড়িয়ে দিয়েছে
কিছু কিছু স্বপ্নের মাথাও মুড়িয়ে দিয়েছে


তবু দাবানল নির্বাপিত হয় নি
বরং আমসত্বের মধ্যে যাপিত হয়ে এখন স্বদগ্ধ
এবং আবার তা জ্বালা ধরালে
নদীর পাশে হাঁটা দিই
জলের ওষ্ঠে জিভ ছুঁইয়ে
জ্বলন্ত অঙ্গারগুলো ভিজিয়ে দিই


তারপর ফিরে আসি শীতল শরীর !