খুব সহজেই হয়তো দিন ফুরায় না, তবু ও -আমি যেন ফুরিয়ে যাচ্ছি।
প্রচুর বন্ধু হয়তো খামের আনাচে কানাচে, তবুও আমার অন্তরীক্ষ শুন্য-
মাথাভর্তি স্বপ্ন থাকলেও হৃদয়ে ব্যাথার আঁচড় না থাকলে কালির আঁচড় দাগ কেটে যায় না।
হয়তো খিদে টা-ও বেঁধে রেখেছি, কাজ ও কথা বলে! তবুও নিজেকে বার বার ভাঙা আয়নায় দাঁড় করাতে হয়।
সৌন্দর্য তার ব্যাখায় আমি হয়তো আর আসি না,
নি:স্বতা গ্রাস করছে ধীরে ধীরে, আলসেতে ফড়িং গুলো আসলে ও... কথা বলে না,
ওরা যে ভাব করতে চায় গো! আমি হয়তো আর তাদের ভালোবাসার রঙ -ই নই।
খুশি করতে হলে যা যা করতে হয়,সে-সব গুন নেই আমার,
ডাইনিং এর ফ্রিজ,টেবিলের চেয়ার,ঘরের সোফা চুপচাপ পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে,
ওরা হাঁফিয়ে ওঠে না--
অর্থ কম থাকলে অবজ্ঞা বাড়ে, রূপ না থাকলে তাচ্ছিল্য বাড়ে-
গুন থাকলে হিংসা বাড়ে,
কেউ থাকে না, কেউই নয়... শুধু আমাকে দেখোর প্রতিযোগিতা ... আমি কিন্তু তোমায় দেখবো না- যদি না তুমি সাড়া দাও!


অবিশ্বাসে শ্বাসকষ্ট হয়, আজকাল আমাকে সেই বন্ধু ভাবা যায় না যে,
প্রেমিকা হয়তো হতেই পারি না কোন গল্পের-
প্রয়োজনীয় ডাকনাম আমি, বিরহের একি দক্ষতা?
বিশ্বাস করতে কষ্ট হয়, খোলা আঁচলের সমৃদ্ধি বেশি- একই কথার শব্দ প্রহারে বাধ সাধলে
অপমান ও বেশি,


যেন বেঁচে আছি, তবুও আত্মা কে খাঁচা ছাড়াই রাখতে হয়েছে!
আত্মঘাতী শিশির বিন্দু রঙিন স্বপ্ন ছড়ালেও, কোথাও যেন হারিয়ে গেছি।
বেঁচে আছি,কিন্তু কেউ নেই,কিছুই নেই... এ এক বিষময় শূণ্যপুরে বাউন্ডুলে আগুন পোহানো।
নির্মেদ আর্তনাদ, ঠোঁটে বর্জন ভয়ংকরী শূণ্যতা... পণ্যের ঢল নেমেছে গো, তাই তো আত্মা রমনীয়
নীল খাম, সেখানে শুধু উপুড় করা নারী দেহ।


কি ভীষণ যন্ত্রণা,  কেউ নেই... কিচ্ছু নেই...
শুধুই চাওয়া আর পাওয়া |


✍️ রীতার কলমে।