হে দেবী -


সমাজের লালসতাতার তীব্র অহংকারে,
আজ তুমি নবরূপে ধর্ষিতা ।
রক্তমাখা শরীরের সৌন্দর্যতায় প্রতিফলকে,
আজ তুমি অপরূপা ।


সকল অসুরের মনোরঞ্জনের তরে আজ
শুনি তোমার গর্জন ।
নিজ নারিত্ব বিসর্জনে আজ,
তুমি করেছ সফলতা অর্জন ।


ধর্ষিতা আজ তুমি, ধর্ষিতা তোমার মা ।
ধর্ষকের বিচারক আসনেও দেখ দাঁড়িয়ে আছে ,
তোমার অন্ধ-নগ্ন প্রতিমা ।


কাগজের তৈরী মোটা অঙ্কের কাছে আজ
হারিয়েছ তোমার দৈবাস্ত্র ।
অসুরের ওই শয়তানি হাসির কাছে আজ
তোমার সকল আবেদনও পরাস্ত ।


সমাজের চোখের আড়াল হতে তুমি ,
হারিছিলে নিজের জীবন ।
তাকিয়ে দেখ একবার ,
চাদরের নিচে চাপা পড়ে গেছে আজ
তোমার সকল অভিমানের উৎক্ষেপণ ।


কিভাবে দেব অঞ্জলি তোমায়
কিভাবে করব আজ তোমার পূজা !
একশত-এক শতদলের পূজার স্থানে আজ
তৈরী হয়ে রয়েছে তোমার শরসজ্জা ।