ভালোবাসা, কেমন হে তোমার রঙ্গমঞ্চ ?
তোমার তরে জীবনে ভাসে;
কখনও অসীমের সুখ,
কখনও দুঃখের আভাস ।
কখনও সত্যের ছোঁয়া,
কখনও বা মিথ্যার প্রকাশ ।
তোমার সকল স্মৃতির জিনিসই,
করেছি আমি নিষ্কাশ;
তবু কেন পারিনা ছাড়তে তোমায় !!
কেন পাইনা, তোমায় হতে অবকাশ !!
সকলের কাছে রকমারি সাজে
ধরা দেয় তোমার ভাবনা,
কখনও তা হয় জীবনের আশিস,
কখনও বা অপরিকল্পিত প্রতারণা ।
ঈশ্বরের আশীর্বাদ কয় সকলে তোমারে,
কেন এই মিথ্যার গুণগান ?
তোমার স্পর্শেই তো জীবন পেল
শুনশান শ্মশানের সন্ধান ।