রাতের উড়ন্ত মেঘ কহে, পূর্ণিমার চাঁদেরে,
কেন হে তুমি এত সুন্দর ;
আপন কিরন নাহি তোমার- নাহি আছে মোর,
তবে কি মোদের অন্তর ?
কলঙ্ক রয়েছে মোদের দুজনারি দেহে,
নেই কখনও তা মিটবার আশা ;
তবু এই পৃথিবীতে কেন,
তুমিই পাও এত ভালোবাসা ?
রাত পোহালেই চলে যাও তুমি
কাছে থাকি আমি সর্বদা ;
ভেসে বেড়াই সর্বত্র নূতন সাজে,
তবু নেই কেন মোর কদরতা ?
প্রজ্জ্বলিত চাঁদ হাসিয়া কহে,
এ প্রশ্নে নাহি কোনো বিস্ময় ।
ধরণী পানে দাও উঁকি,
থাকবেনা তোমার কোনও সংশয় ।
পৃথিবীর জীব বড়ই নগণ্য,
তেমনই নগণ্য তাঁর মন ;
মিথ্যার জয়যাত্রায় ব্যস্ত হয়ে,
তাঁরা দিয়েছে সত্যকে বিসর্জন ।।
চাক্ষুষ দৃষ্টিতে তাঁরা খোঁজে সৌন্দর্যতা
দূরদৃষ্টি তাই সংকীর্ণ ;
গভীর কলঙ্ক তাই পরে না চোখে তাঁর,
ভালোবাসার সময়ও তাঁর নগণ্য ।
নেই তাঁর মনে আপনজনের স্থান,
খুঁজে চলেছে মিথ্যা সাশ্রয় ।
নির্বোধ এই ধরণীতে তুমি,
কোথা পাবে নিজ আশ্রয় ..!!