জনগণের বিচারের স্থান যেথায়
সকল অপরাধীর মুক্তি সেথায় ।
জর্জের হাতল খোঁড়ে মাথা
নিজের অঙ্গ কে তবু না দেয় ব্যথা ।
উকিলের তথ্য কভু মানেনা সত্য
সাক্ষীর কথাও যেন অকথ্য ।
পর্দায় ঢাকা জনগনের চোখে হয়ে সাধু,
পন্ডিতের পাণ্ডিত্য শুধু দেখায় যাদু ।
কালো পর্দার আড়ালে রেখে সত্যের শ্বাস,
ধ্বংসস্তূপের আবর্জনায় ছড়ায় উল্লাস ।
সত্যের আড়ালে রাখে মিথ্যার স্পর্শ
এই হল আমাদের আইনি ভারতবর্ষ ।