বিশ্বে করতে প্রমাণ
আমরা শিক্ষিত জাতি,
আড্ডাখানায় না বসে শিক্ষার্থী
খাতা, বই, কলমের হব সাথী।


করতে যদি চাই দেশের উন্নতি
সূর্য সন্তানদের আশা করতে পূরণ,
মদ্যপান, আর ধুমপান না করে
চল, শিক্ষাকে করি বরণ।


বই, খাতা নয় সঙ্গী মোদের
সঙ্গী প্রেমিক, প্রেমিকা
প্রতিনিয়ত করছি মোরা ভূল,
দিচ্ছি মা-বাবা কে ধোঁকা।


নামধারী শিক্ষিত মোরা দেশে
আছে কি মোদের ভালো শিক্ষা...?
শিক্ষকের কথা শুনে হব মোরা-
আসল শিক্ষিত, পাবো মোরা দীক্ষা।


আমি এক শিক্ষার্থীর এই আহ্বান
এসো সবাই মোরা হই বন্ধি,
নামধারী শিক্ষিত নয়
আসল শিক্ষার সাথে করি সন্ধি।