পহেলা বৈশাখে সাজগোছ বাঙালীর,
অন্য দিনে কেন নয়?
পহেলা বৈশাখে করলে সাজগোছ-
তবে বুঝি বাঙালী হয়...?
পান্তা, ইলিশ খেতে হবে এমন তো নয়,
না খেলে কি হবে না বাঙালী-
কোন মানুষটি কয়...?
পহেলা বৈশাখ সবার মনে থাকে,
অন্য মাস কেন নয়?
আসল বাঙালী তুমি নও,
এতেই প্রমাণিত হয়।
বৈশাখ শুধু বাংলাতে -
অন্য মাস কেন ইংরেজীতে হয়?
বাঙালী সর্বদা বাংলাতে রয়।
হলুদ শাড়ী পড়ে রমনী, সাথে বর্নিল চুড়ি,
চুলের খোপায় নানান ফুল,
আকাশে উড়ায় ঘুড়ি।
প্রতিদিন বাঙালী সাজতে লজ্জা কেন করে,
আসুন সবাই বাঙালী সাজি সারা বছর ধরে।