আজ অবেলায় তোমায় মনে পড়ে হায়,
দুজন দুজনার মুখোমুখী, মুখরো বেলায়।
ছিলো কত দর্শন প্রতিটি দিনে,
তোমার আমার প্রেম গাঁথা এক বীণে।
দুজন ছিলাম এক মালায় গাঁথা ফুল,
ভেঙ্গে দিলো ভালোবাসা ছোট্ট একটি ভুল।
আমি সালিলসিক্ত, তুমি আচ্ছাদনে,
প্রাকৃতি ঘিরে আমাদের মায়া বাঁধনে।
দুটি বছর কেটে গেলো তীব্র উল্কার মতো,
সর্বদা মনে পড়ে তোমায় শত শত।
আমাদের প্রেম তরঙ্গে আজও ফুটে ফুল,
আছে এতে গোলাফ, জবা, আরো বকুল।
মেঘের মতো তুমি চলে গেলে, তবুও প্রেম জাগে আমার হৃদয়ের বনে,
আমি রয়ে গেলাম অপ্রকাশিত আজও অবেলার ক্ষণে।