সত্য কথা বলতে আমি, নাহি পাই ভয়
সর্বদা সত্যকে করতে চাই জয়!
সত্য বলতে আমার নাই কোন সংশয়,
সত্য বলে মানুষকে করবো বন্ধুত্বময়।


সৎ পথে চলতে আমি, নাহি পাই ভয়
সৎ সমাজ গড়তে আমি, রক্ত করব ক্ষয়।
সৎ কাজে সাহায্য করতে চাই আমি,
অসৎ কাজে বাঁধা দেব, মনে রেখো তুমি।


সন্ত্রাসীদের ধমকিতে আমি, নাহি পাই ভয়
সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়ানো, মনে গাঁথা রয়।
সন্ত্রাসীদের মনোবল থাকুক যত বেশি,
সমাজ থেকে দূর করবো সন্ত্রাসী রাশি রাশি।


অত্যাচারীর - অত্যাচারে আমি, নাহি পাই ভয়
অত্যাচারী যতই হোক শক্ত অটুটময়।
অত্যাচারী করবো নিধন, আমাদের এই দেশ,
সকল মানুষ ঐক্য হয়ে গড়ব বাংলাদেশ।