আমি দেখিনী সেই,
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ
বাঙালী জাতি কেমন করে দেখিয়েছে,
পাক বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ।


আমি দেখিনী সেই,
যুদ্ধে মা-বোনের চিৎকার আর আর্তনাত
কি ভাবে করেছে বাঙালী,
অপশ্বাসকের বাহিনী সব ধুলিশ্বাত।


আমি দেখিনী সেই,
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ
ছোট ছোট বালকেরা করেছে অংশগ্রহণ,
দেখিয়েছে হিম্মত আর দেশ করলো শুদ্ধ।


আমি দেখিনী সেই,
ত্রিশ লক্ষ শহীদের যন্ত্রণাদায়ক মৃত্যু,
তবুও ভয় না পেয়ে করেছে গুলি,
করেছে বাঙালী, নিধন শত্রু।


আমি করিনী সেই যুদ্ধে অংশগ্রহণ,
চলছে বাংলায় আবার মানুষ দহন।
আমি আজি ঝাঁপিয়ে পড়তে চাই যুদ্ধে,
বর্তমান অন্যায়, অত্যাচারীর বিরুদ্ধে।