আমি চাই এক গণতন্ত্র,
যেখানে থাকবে না কোন সৈরাতন্ত্র।
যে তন্ত্র জনগনেরর কথা বলবে,
গণতন্ত্র গণমানুষের কথায় চলবে।
যে তন্ত্র মানুষ করবে পুড়ে ছাঁই,
সেই তন্ত্র আমার কোন প্রয়োজন নাই।
যে তন্ত্র করবে মানুষকে বাড়ী ছাড়া,
দেখা যায় রাস্তা ঘাটে মানুষ গলাকাটা।
যে তন্ত্রে পুলিশ করবে গুলি,
হাজারো মা-বোন কাঁদবে করে বুলি।
চাই না সেই তন্ত্র আমি
হাজারো স্ত্রী হারায় তাদের স্বামী।
যে তন্ত্র মানুষের নিরাপত্তা দিতে যানে না,
যে তন্ত্র জনগনের রক্তে রঞ্জিত হয় দেশ,
যে তন্ত্রে ধ্বংস হয় মানুষ বেশ,
সেই তন্ত্র আমি চাই না।
আমি চাই এক গণতন্ত্র,
যেখানে থাকবে মানুষের
অনাবিল সুখ আর শান্তিত্ব।