আমাদের এই বাংলা ও ভাই,
প্রাকৃতির কোলাহলে, ছয় ঋতুর দেশ
শ্রেষ্ঠ ঋতু বসন্ত, আমার শ্যামল বাংলাদেশ।
ফুলে ফুলে ভরা ভুমি, কোকিল ডাকে বেশ।


পুরানো পাতা ত্যাগ করে, নতুন পাতায় ভরা
গাছ গুলো সব প্রাকৃতি সাজায় সকাল- বিকেল সদা।
বসন্তের ঐ আকাশেতে সাদা মেঘে ডাকা,
মনের মাঝে অনেক বড় স্বপ্ন হয় আঁকা।


প্রাকৃতিরা সাজে এক নতুন বধূ সাজে,
দেখে সবাই মুগ্ধ হয়, চিন্তা আজে- বাজে।
কোকিলের সুরে, সুর দিয়ে গাই আমি গান,
বসন্তের রুপে দিশেহারা, গান গাই তার সান।