পূর্ণ হবার প্রবল অভিলাষ ছিলো
পারিনী পূর্ণ হতে কভু,
রয়ে গেলাম অপূর্ণ সত্তা
বাঁচাও মোরে - তুমি প্রভু।
বাবা- মায়ের সশ্রদ্ধ খাতিরে আমি
বিনাশ করলাম মোর যত আশা,
এখন আমি পারিনা দিতে কাউকে-
আপন করে ভালোবাসা।
স্বপ্ন ছিলো নিজের মত করে
প্রতিষ্ঠিত করব আমি নিজেকে,
পেরেছি কি আমি অভাগা-
বিবেক আজ প্রশ্ন করে আমাকে।
হতে পারিনী আমি পত্নীর-
মনের মত, দিতে পারিনী তাকে মন
কবে জানি দিবো তাকে ভালোবাসা?
করবো নিজেকে সংশোধন।
দু'হাত তুলে আমি করি প্রার্থনা
বুঝদান করে হে মোর কর্তা,
চাই না আমি থাকতে আর-
অপূর্ণ সত্তা।