মুক্তিযুদ্ধে লক্ষ মানুষ-
দিলেন প্রাণ, ধ্যান, মন, শ্রম
সব কিছু উজাড় করে আনলেন,
স্বাধীনতা, করে পরিশ্রম।
তাদের মধ্যে খ্যাতি মহান যোদ্ধা,
সোনাগাজীর মাটিতে জন্ম,
শহীদ কমান্ডার নুরুল আফছার-
মহান যোদ্ধা, দেশ প্রেমিক, ভদ্র ও নম্র।
দেশের জন্য প্রাণপণে করলেন তিনি যুদ্ধ,
স্বাধীনতা আনতে তিনি হলেন রুদ্ধ।
এমন কি দোষ ছিল তার?
দিতে হলো অকালেই প্রাণ,
যারা তাকে করল হত্যা,
আমরা চাই তাদের জান।
মুজিব হত্যার বিচার হলো,
বিচার হলো যুদ্ধাপরাধীর,
জাতীয় চার নেতার বিচার হলো,ভাই
আমরা সোনাগাজীবাসী এবার-
শহীদ নুরুল আফছার হত্যার বিচার চাই।