গরীবের দুঃখ দূর করিতে
বাড়িয়ে দাও সাহায্যের হাত,
উপবাসে কষ্ট পায় গরীব
খেতে দাও খাদ্য, ভাত।


পথ শিশু ঘুরে বেড়ায়
একটু খাবার পেতে,
এগিয়ে যাও তুমি-
কিছু খাবার দিতে।


ভিখারীরা হাত পেতে-
থাকে তোমার পাশে,
না তাড়িয়ে দাও কিছু
দু'টাকায় কি যায় আসে?


রমজানে ইফতার দাও
দাও কিছু যাকাত,
ঢোল বাঁজিয়ে ডাকো তুমি
এলে- দেবেনা আঘাত।


দম্ভ করে বল তুমি
করলাম দয়া, হলাম আমি আদিত্য,
সমাজে প্রতিষ্ঠিত কর
দয়া নয় দায়িত্ব।